।। বাক্‌ ১১৮ ।। অমিতাভ মৈত্র ।।





দুটি কবিতা : অমিতাভ মৈত্র


বিবেচনা

উচিত ছিল ডেস্কে বসিয়ে রাখা
কিন্তু ওর হাসি অনেক বেশি চূড়ান্ত মনে হয়

দরজায় তালা লাগিয়েই বুঝিয়ে দিয়েছে
                 দরজা ভাঙার কোনো প্রয়োজন নেই

শাস্তির এই নতুন পর্দা আপাতত ভবিষ্যতের জন্য তুলে রাখাই ভাল

ঘোষণার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে
আর সম্ভবত হেনরি নতি স্বীকার করবে



ইস্তানবুল

ইস্তানবুলে হেনরি কখনো যায়নি
কিন্তু তার হেঁটে না যাওয়া রাস্তার নতুন একটা নাম হয়ে ছিল
                           তার হেঁটে না যাওয়ার জন্যই

একজন লিভার বিক্রেতা আর একজন মৃত্যুদন্ডের বিচারক
                           আজ সেই রাস্তায় হাঁটবে
রাস্তা চিৎকার করত, প্রতিবাদ করত প্রকাশ্যে
              যদি না আমি তাকে আড়ালে এনে চুপ না করিয়ে দিতাম



চিত্রঋণ  erik johansson

3 comments:

  1. চুপ করতেই হয়।এমন লেখার সামনে।

    ReplyDelete
  2. আমিও চুপ থাকি বরং

    ReplyDelete
  3. দুটোই অন্য মাত্রার

    ReplyDelete