।। বাক্‌ ১১৮।। বিপাশা গোল্ড ।।






খুলে পড়ছে 
তোমার চোখের অথবা 
চাঁদের হরমোন থেকে 
একটা আঁচিল নেমে আসছে 
আমি আঁচিলের তীরে বসে
রাত্রি শুনি, আগুন শুনি 
আর ঘাসের কপাল জুড়ে
চুমু চুমু আলোও নড়ছে একা 
ওরা শেষকে সারস বলে 
ওরা হেমন্তের হাঁচি কিংবা 
মৌমাছির কেরানি চিবোয় 
অথচ মৃত্যুর রাধায় বেড়াল মাপেনা কেউ 
এসো, আমরা না হয় নদীর কোমরে 
খানিক ধূসর আঁচড়ে রাখি....



চিত্রঋণ Stephen Mackey

2 comments: