।। বাক্‌ ১১৮ ।। প্রভাত চৌধুরী।।






কান-কাটা

এক কান-কাটা লোকজনেরা যে বিসর্গসন্ধির নিয়মাবলি ঠিকঠাক
জানেন না, তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়
আরো একটা কথা, এক কান-কাটা মানুষজনেরা স্নান করার সময়
বাথরুমে গামছা নিয়ে যেতে ভুলে যান,
তার সঙ্গে এখন যুক্ত হয়েছে যে কানটি কাটা পড়েছে
সেই ক্ষতস্থানে জন্ম নিয়েছে একটি গাছ
তাকে বোধিবৃক্ষ 2 বলে ভাবতে শুরু করেছে কেউ কেউ
আদতে তারা জানে না ক্ষতস্থানে কোনো মাটি থাকে না
মাটি না থাকলে গাছ, ওসব গতজন্মের গল্পকথা, কল্পকথা

আর দু কান-কাটা লোকজনেদের জন্য আলাদা করে
কোনো বিবৃতির প্রয়োজন নেই
এক কান-কাটাদের ক্ষেত্রে যা যা হয়
তাকে দুই দিয়ে গুন করে দিলেই
উত্তর পেয়ে যাবেন
যদি 2 -এর ঘরের নামতাটি আপনার জানা থাকে

                    

চিত্রঋণ  H.H KELVINANDAJI

1 comment: