।। বাক্‌ ১১৮।। ফারজানা মণি ।।




তিনটি কবিতা : ফারজানা মণি



ফ্রিডম 

কিছু আগুন যা ঢেকে দেয় কুয়াকাটার সকাল। পাথরকাটা পথ- আরো কিছু কাঁকড়া জমা রাত। আস্তিনপল্লীর নিঝুম গল্প গুম হয়ে যায় চুপচাপ-জোনাকির হেডলাইট...মেনথল সীমারেখায় ভূমিকা কারো জীবনচরিত সেলাই উঠে আসা হাজারো মুক্তিপণ। আমাদের বাসুক পাতা ছিলো...হরেক রকম গানের।




টাইমস্কেল

খসখসে রাস্তা। দাবাঘরের গুটিতে খুনীদের হাত। সাদাকালো মেঝের চারকোণা মখমল শুয়ে পড়ছে কারো প্রেগন্যান্সি রিপোর্ট। নোটিশে প্রিন্সিপাল ক্লস বেইমান রাফখাতা অংকের দৌড়ঝাপ। কলম। পেন্সিল।  দু'ভাগ করছি প্রকাশিত কাঠামো। ফিসফিস পোশাকে আধুনিক পাঁচ পি এম দেয়ালে টেনে আছে আমাদের গ্র‍্যান্ডফাদার ফ্যামিলি। 




এভারেজ নাম্বার

যব চাষীরা একে একে খুন করছে মদ্যপ কিশোরী। শ্বাসমূল বেরিয়ে যাওয়া পেইভমেন্ট কাটা বিল্ডিং এর পাশে গজানো চারাগাছ। পানি দিচ্ছে দুটো নরম বিড়ালের চোখ। স্যাটায়ার নগর - ক্রিংক্রিং চাওমিন। লিটমাস আকাশে ছায়াপাতার গান। বেসুরো ভায়োলিন বারান্দা ছুঁড়ে চুল উড়িয়ে চলে গেছে সুইচবোর্ড এর ভেতর। কেবল চাবি। তালা।বন্ধ ক্যাবিনেট। শব্দের উৎসবে এভারেজ নাম্বার....



 চিত্রঋণ Flora Borsi


8 comments:

  1. টাইমস্কেল মনে লাগল। @ অভিষেক ঘোষ

    ReplyDelete
  2. মনপসন্দ লিখেছিস ফরজানা । লাভিউ ।

    ReplyDelete
    Replies
    1. ভালোবাসা দাদা

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. খুব সুন্দর শেষের দুটো।প্রথমটা শুধু সুন্দর।আরো লিখে যা

    ReplyDelete
  5. দাবাঘরের গুটিতে খুনিদের হাত

    ReplyDelete