।। বাক্‌ ১১৮ ।। শামীম হোসেন ।।




শামীম হোসেনের দুটি কবিতা

মেঘের ক্ষরণ

রাতে একাকী দাঁড়িয়ে আগুনগাছ
ফুটেছে আগুনফুলবাকলে হিম।
শরীরে লু-হাওয়া, চোখ ধাঁধানো
ফুলে ফুলে বসন্ত থাকে না!

একই পথ ঘুরে ঘুরে চাকার মতো
চক্রাকারে পায়ে পায়ে রোজ দেখা
হয়ে যায় আমাদের; বাড়ি ডিঙালে
আকাশসূর্যফুলে লাল হয়ে থাকে।

কথানিকেতন বন্ধ হলে পঙ্গু বালক
একা একা দাঁড়িয়ে দেখে আগুনগাছ
বর্ষা-ইমেজে ভিজিয়ে দেহ ও মন
পুষে রাখে পাতাঝরা মেঘের ক্ষরণ...


বাধার পাহাড়

মেঘ আমার দেহে থাকে চোখে সমুদ্র
তোমাকে বলেছি আমি গুহাচিত্র দেখো
প্রবহমান  স্রোতের উজানে হেঁটে

দাঁড়াও দিগন্তে।

যত বাধা ও বিপত্তি ভাঙো
রোজ সকালে ডিম ভেঙে
যেভাবে বের করো হলুদ কুসুম।

এ পথে কাঁটার প্রলেপ; মাছ ভেজে
ঘ্রাণটুকু ফ্রিজে ভরে রাখো।

দেহ তো তোমার অধীন
কেন নেবে পারদের ভার
চলো হাঁটি
হেঁটে হেঁটে পার করি বাধার পাহাড়...

1 comment:

  1. ঘ্রাণটুকু ফ্রিজে ভরে রাখো

    ReplyDelete