।। বাক্‌ ১১৮ ।। বিভাস রায়চৌধুরী।।






বিভাস রায়চৌধুরীর কবিতা
১.
কবিতা কোথাও নেই.. মরিয়া চেষ্টায় ফাঁকা মাঠে গাছ ছুটে
আসে। সামান্য কুয়াশা... গাছ ছুটে আসে।
  আমি যে শূন্যের
ডিগবাজি...
  এতকাল খেলা দেখলাম..  তা আজ ভূমি চাইছে...
ভূমি। যে ভূমি বছর বছর আগে ছিল জল। যে জল
বছর বছর আগে ছিল আগুন।
  যে আগুন একটা ভাঙচুর
থেকে বিদীর্ণ। যে আগুন কতকাল ধরে শান্ত নির্লিপ্তি
পেতে চাইছে শুধু। আর আজ কবিতা আসে না কোনও
ভালোবাসাতেই! অনুপম আসে। গাছ ছুটে আসে। অনুপম
আসে। গাছ ছুটে আসে। অনুপম আসে..
  গাছ ছুটে আসে...

২.
কালো কাক এসে গলিতে নেমেছে, চলো বড় রাস্তায় যাই
জ্ঞান পছন্দ করে না এঁটোকাঁটা, চলো বড় রাস্তায় যাই
আমার ভয় পেতে ভালো লাগে না আর, চলো বড় রাস্তায় যাই
বড় রাস্তায় কালো কাক নেই, এঁটোকাঁটা নেই, ভয় নেই কোনো
শান্ত গলি সাংঘাতিক...  উন্মাদ হয়ে যাই কেউ কেউ
ভাঙা পাঁচিল থেকে উঁকি মারে তেঁতুল গাছের পাতা
বিড়াল লাফ দিয়ে নামে
তুমি ঘন হয়ে আসো আর চুম্বনভীতিতে ভুগি
শূন্যতার সেতু ধরে কাঁপতে কাঁপতে এগোনোর
                                                  নামই তো চুম্বন!
শূন্যতা আমার পছন্দ নয়, চলো বড় রাস্তায় যাই
শূন্যতা আমাদের সঙ্গমের দিকে নিয়ে যাবে,
                                          চলো বড় রাস্তায় যাই
বড় রাস্তায়...  বড় রাস্তায়...  বড় রাস্তায় একবার পা ফেললেই
সমস্ত খসিয়ে
           আমরা দু'টি কঙ্কাল
        পরস্পরের দিকে চক্ষুহীন চেয়ে থাকব হাজার বছর....

8 comments:

  1. ভাল লাগল, একদম অন্যরকম পেলাম।

    ReplyDelete
  2. বেশ লাগলো, আলাদা মাত্রার

    ReplyDelete
  3. দারুণ লাগলো।

    ReplyDelete
  4. অনবদ্য কবিতা

    ReplyDelete
  5. চক্ষুহীন নয়, এক চোখে মিথ্যা বলে, আর একজনকে নিয়ে কবিতা

    ReplyDelete
  6. ভালো লাগলো দাদা

    ReplyDelete