।। বাক্‌ ১১৮ ।। বিশ্বরূপ দে সরকার ।।



দুটি কবিতা :  বিশ্বরূপ দে সরকার


শীতকাল একটি কোঁকড়ানো ঋতু   

 আমাকে করলে না তুমি দেরি হতে পারে
লাগালে যদি ঘুম পায়
তাতে চাঁদ অভূতপূর্ব অন্য এক জোনাকি ফুটিয়া ওঠে
ধীরে ধীরে পারে কেউ       তাড়াতাড়ি নাবালক করে
বিশাল আর বিমূর্ত এক শীতবোধ টেবিলের নীচে রাখা আছে
 পালক অনেকটাই বোকা এবং নিরীহগোছের
দিতে পারার ক্ষমতায় সে পূর্ণতা চায়
যথারীতি ভিজে গেছে মসৃণ টমেটো
জিভের ভেতরেও আছে মন   দাঁতের তাঁতেও মন
দেরি হতে পারে তাই বলে তুমি কিছু মনে কোরো না
অনেকদিন সাঁতার নিভে গেছে




ইন্টার‌্যাকশন


উপভোগ শব্দটি সৌন্দর্যের সঙ্গে  যেমন আদর একটি  মাকর অতর্কিতে ঘোমটার নীচে ডুবে যায় ।
ইনোসেন্স খুলে যাওয়া একটা অংশ । ঝকঝকে । মসৃণ । যেখানে আত্মার প্রস্তাব ন্যস্ত থাকে ।
কোনো আদায় থাকে না পর্যাপ্ত খুলে ফেলা রচনা মুহূর্তে ভুলে গেছি বললে চলে না । করুণ যদি
মূর্ধন্য হারিয়ে ফেলে এবং অপেক্ষা সন্ধ্যার পর কী ভীষন একটা অথৈ লিখতে হবে আমাকে.........
জানিস তুই দুধের আগায় এই জিভ কেমন গন্ধমাতৃক ; বুকফাটা সৌন্দর্য একদিন দারুন ইনফিডেল
যেখানে সুখ, ক্লান্তি , আত্মহত্যা এবং পরস্ত্রীগমন ভীষন বিশ্বাসে সামঞ্জস্য ও খেলা ............

মনে করো ভেতরে ঢুকবার জন্য অনবরত সুযোগ হারাবেন না বলে যাচ্ছে নেশা আর যৌনতা ।
চলো এখনো  সময় আছে বিষাদ খুলে  একে অপরকে চরণ ধ্বনিত করি ।
এখনো তীব্র খসখসে ক্ষমতায় ঘুম ঘুম জেগে তুলি সোনালি খাতুন ।
নরম নেওয়ার দুলুনি পাক আমাদের স্খলন ভুরভুর হাওয়ায় । কাব্যমূলক উফফ্‌ লেগে থাক লোলেগাও এ ......

আর দ্যাখো মাঘ মাসের স্তন্যপায়ী কেমন তাকিয়ে আছে তোমার স্নেহের সাবানে ......


চিত্রঋণ Pablo Picasso

1 comment:

  1. দুটোই আগে পড়েছি।খুব সুন্দর

    ReplyDelete