।। বাক্‌ ১১৮ ।। অনিকেশ দাশগুপ্ত।।






অনিকেশ দাশগুপ্তের দুটি কবিতা



আকরিক

আলোর কুচকাওয়াজে যারা মাথা রাখে
প্রতিটি দুপুরেই একটা করে
 চড়ুই ঘর, চিলেকোঠার লাজুক
স্নান - গোটানো তিল এইসময় নক্ষত্রকাম
বেড়াল, তার যুক্তিহীন  দ্বিতীয় দাগ
কারো জানাজায় অনিদ্রিত হবার
প্রার্থনা রেখে আসি, একই ভাষায়
আজ মুখনীচু বাদামগাছে তৃপ্ত আহ্বান
আমায় ঘিরে আছে নিপুণ ঘ্রাণ
আগন্তুক নাভি
যেকোন বিন্যাস যেকোন প্রসাধন
আমি জানি সরল শূন্যের উচ্চারণ




নজরবন্দী

একেকটা অপ্রত্যাশিত স্পর্শ
উন্মোচন
কালশিটে ।
জীবাণুচক্রে এই যে বদ্ধ আছি
জৈবগুণী রাংতা , অস্বচ্ছ গাছেদের
সামনে নিরপেক্ষ উলঙ্গ আমি -
কুত্সিত বাড়ির মুখে গজিয়ে ওঠা
সন্ত্রস্ত ফুলেরা ,তাদের উদ্দেশ্যেমুখর
পরিব্যক্তি কখনোই সর্বাধিক
নীল যৌনতা
চেঁচিয়ে ওঠার আগে দান সাজায়
বিক্ষুব্ধ যোনি -
অসম্ভব পারিজাত ,নৌখিক আড়ম্বর
ঐ চলে যাচ্ছে প্রবল দিঘির শান্ত -
এরপর শিথিল পৃথিবীর প্রিয় মাস্কারা





চিত্রঋণ  Archan-Nair

No comments:

Post a Comment