।। বাক্‌ ১১৮।। তাহিতি ফারজানা ।।





মাউন্টেন হেমলক

রোদ্রস্নান শেষে
ডানায় ভরে উঠে শরীর।

ওখানে উঁচুতে দাঁড়িয়ে
মাউন্টেন হেমলক
বরফমাখা দিনগুলোকে ভাবো তো,
পলকা বাতাসেও হাড় কেঁপে যাওয়া
শিশুবেলা!

যে প্রতিবেশী তরুর প্রেমে পড়েছ
তার সুপ্রভাত শুনে নেচে উঠা অধিক হাওয়ায়।

বিরাট হতে হতে
ম্লানতা অস্বীকার করে করে
যেদিন প্রাণহীন যাত্রা করবে
কোন ক্যাফেটেরিয়ার দিকে,
যেদিন তোমার সমতলে
মিলে যাবে দুটি হাত-

তোমার তাড়না থেকে ঝরবে কি বরফ?
রোদ আর শিষ আর সুপ্রভাত!




অন্ধ শহর

ট্রেন হাতছাড়া হয় প্রত্যহ
সময় গিলে ফেলে ঘড়ি
নয়তো বেচে দেয় কোন প্রয়াত বণিকের কাছে।

কেউ দিব্যি দেয়নি
বইতে হবে চৌচির উঠোনের শব!
এ কথা জানার পরও
রাত খুঁড়লে কেবল বধিরতা উঠে আসে।

জলের সমান্তরালে মূর্ছিত এ শহর

আয়ুর পাশে পড়ে নেই কোন সুঘ্রাণ । 



চিত্রঋণ Paso Robles

1 comment: