।। বাক্‌ ১১৮।। নীলাব্জ চক্রবর্তী ।।




নীলাব্জ চক্রবর্তী-র দুটি কবিতা



নীরবতা ফুলে উঠছে

বালিশের দোকানে ব’সে
আপনি একটা শক্ত বিকেলের কথা
ভাবছেন
মুচমুচে কবিতায়
গেঁথে রাখা একটা-দুটো ঈর্ষার কথায়
এটা একটা ন্যারেটিভ
বলা যায় কি যায় না
প্রান্ত বদল করার আগে
গোলা রুটির ভেতর
এই যে নীরবতা ফুলে উঠছে
এই যে রঙিন দুটো ক্যামেরায়
কিছুতেই আঁটছে না তুলোর সবটা...




ফ্রেম খুঁজতে এসে

ফ্রেম খুঁজতে এসে
ডেটা থৈ থৈ করছে চারদিকে
আমি খুব স্মুদ
হরফগুলো ঠেলে ঠেলে সন্দেহজনকভাবে
একটা বাংলা ক্যালেণ্ডারের গতরে
ভ’রে ফেলি
যখন পাতার মেয়েটি
পাঁচতলা থেকে রোদ্দুর ফেলে দিচ্ছে
নতুন চশমা থেকে
বেছে বেছে
পছন্দের দৃশ্যগুলো ফেলে দিচ্ছে
স্যুইমিং পুলের আরও ভেতরে
অন্য কারো শোকের ভেতরে
আমাদের অন্য কারো মতো দেখতে লাগে কি না
অন্য কারো যৌনতার ভেতরে

আমাদের পেয়ে বসে কি না সাদাকালো স্মৃতি...


4 comments: