।। বাক্‌ ১১৮ ।। মিতা চার্বাক ।।




দ্য লাষ্ট শিপ ইন দ্য নভেম্বর



(জ্যাকসন পোলকের “Number 1, Lavender Mist” পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে)

জাহাজ ভিড়েছে 
মুমূর্ষু নাবিকের নিঃশ্বাস ঢুকে ঢুকে পড়ছে... শহরে, অলিতে গলিতে  
কবরের নৈঃশব্দ্যে সন্ধ্যা নামছে দক্ষিণের ল্যাভেন্ডার বনে ৷ 

আবহাওয়ায় কোন শোক নেই


শহরে শীতকালীন উৎসব দেয়ালে দেয়ালে চুনকাম, আঙুলে তামাক পাতা আর রঙের গন্ধ এবং যেখানে শহর সাজানো গোছানো বাড়িঘরদোর দরজার পাশে শুয়ে থাকা কুকুরের ঘুম হ্যাঙ্গারে ঝুলছে তরূণী বউদের রাত্রিকালীন পোষাক
এখানে রাত এখনো বাকি
পানশালাগুলো রকমারি রঙে উম্মত্ত ৷ হার্প বাদকরা ফিরে এসেছে দূরবর্তী কোন গাঁও থেকে তাদের হার্পগুলো পুরনো ওয়াইনের পাত্রে স্নানরত
নগরীর ফটকে ফায়ারওয়ার্কস, পার্পেল আলোতে স্ট্রবেরী খামারগুলো উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে অলিভ গাছের ছায়ারা, উড়ে উড়ে যাচ্ছে পরিত্যক্ত ট্রেনের বগী, যাচ্ছেতাই


জাহাজ ভিড়েছে, নভেম্বরের শেষ জাহাজটি


শহরে শীতকালীন উৎসব চলছে

আবহাওয়ায় ভেজা রঙের গন্ধ


আর যে সমস্ত মৃত নাবিক সমুদ্র থেকে ফিরেনি সেখানে তারা চরম উদাস




3 comments: