।। বাক্‌ ১১৮ ।। হিন্দোল ভট্টাচার্য ।।





তিনটি কবিতা 


হলোগ্রাম

প্রতিটি মুহূর্ত থেকে ঘড়ির নির্জন আয়ু ঝরে

তোমার চোখের দিকে যে চোখ তাকিয়ে থাকে
সেও ঝরে যায়

জলের ভিতর ঝরে স্রোত, পাতার ভিতরে ঝরে
সবুজের কিশোরী জীবন

ঘড়ঘড় ঘড়ঘড় করে শহর ধোঁয়ার মধ্যে ,-
ধোঁয়াও শহর হয়ে
ধূধূ শান্ত , হাহাকার, অবাক তাকিয়ে থাকে নিজেদের দিকে

যেন মৃত একটি সুর, কবেকার, প্রতিধ্বনি হয়

প্রতিটি মুহূর্ত থেকে প্রতিটি মুহূর্ত আরও দূরে সরে যায়
ভাবি কেউ ঝরে গেল,-বাজার, রাজনীতি আর ভগবান নিয়ে

আমরা তবু, হে ঈশ্বর, আয়নাহীন, তাকিয়ে রয়েছি



মূর্তি

এসো, ছুঁয়ে থাকি আজ
হাইফেন চিহ্নের শান্ত উদাসীনতায়

আয়ু ও মৃত্যুর মধ্যে
যেভাবে জীবন

আমাদের মাঝখানে
বিবাহের জন্ম হোক, শান্ত মোহানায়

দূরত্ব যেমন বাঁধে প্রেম

ক্ষণস্থায়ী পোশাকের
ইচ্ছেমতো
রূপ বদল হয়



বুদ্ধ

জল তো তোমাকে চায়, তাই ভেসে যাও

দুদিকে প্রসন্ন হয় ঘাট

বসে পড়ে বাজার হাট, বিনোদন, অসুখবিসুখ

শহর এভাবে গড়ে ওঠে

সভ্যতা, বেশ্যার মতো, চোখ মেরে
লাইনে দাঁড়ায়

সমস্ত নিজস্বী নিয়ে, জল ভেসে যায়




চিত্রঋণ  Tanisha Bakshi

1 comment: