।। বাক্‌ ১১৮ ।। মাসুদার রহমান ।।



দুটি কবিতা : মাসুদার রহমান 

চেঙ্গিস

পেঁয়াজ খেতে নিড়ানি টানছেন লোকটি; তিনি সেই বিখ্যাত মঙ্গল
চেঙ্গিস খাঁ
শুনে, চমকে গেলেন?

দেখুন ওঁর ঘোড়া ইতস্তত মাঠে চরে ঘাস খাচ্ছে

খেতের আলে রাখা তরবারি

ওঁর জন্য বাড়ি থেকে নতুন গামছায় বেঁধে
পান্তাভাত নিয়ে যাচ্ছি
লাল টুকটুকে কয়েকটি মরিচ চটকিয়ে চেঙ্গিস পান্তাভাত খাবেন

তারপর ঘোড়া ছুটিয়ে কোথায় যাবেন কে জানে!



তুতেনখামেন

ঘোড়ার খুরের শব্দ। অদৃশ্য ঘোড়াটির
পায়ের শব্দ শুধু বেজে যায়

লোকে বলে, ঘোড়াটি তুতেনখামেনের!

জানালা- দৃশ্যে এক চাঁদরাত। এমন চাঁদের রাতে
ফারাও সম্রাটদের
পিরামিডের পাশে; একটানা ঝিঁঝিঁ ডাকে

কফিনের দরজা ঠেলে একটি লক্ষ্মীপেঁচা উড়ে আসে

তুতেনখামেনের মতো পেঁচাটির মুখ


8 comments:

  1. দুটো কবিতাই পড়লাম। পুরাণ একটা অনুভূতি আছে। কম্পিউটার স্ক্রিনে নয়, মনে হয় প্রাচীন কোন দেয়াল থেকে পড়ছি।

    ReplyDelete
  2. আলতাফ হোসেনDecember 18, 2017 at 8:25 AM

    খুব ভালো লাগল, মাসুদার।

    ReplyDelete
  3. "হরপ্পা"তে আগেই পড়েছিলাম। আবার পড়লাম। অসাধারণ।

    ReplyDelete
  4. বেশ ভালো লাগলো।

    ReplyDelete
  5. সুন্দর কবিতা

    ReplyDelete
  6. খুব ভালো লাগলো

    ReplyDelete
  7. মাসাদুর'ভাই আমার বড্ড ভালোলাগা-ভালোবাসার-কবি।
    কবিতা দু'টির গায়ে--মায়াবী ম্যাজিক লণ্ঠনের আলো ছড়িয়ে দিয়েছেন!

    ReplyDelete