।। বাক্‌ ১১৮ ।। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ।।





সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা


ধুনকি : এক

বড্ড হঠ করে তাক সসজ্জ আদব
তল্পীতক বেমার ভিকট্রি
সরা ছিদ্রে ইরাণী কলস মেঘবান
দূষিত সন্নত হ্যালানোয় অবধান
নিম পংখে আঃ সাধু পিচ শব্দে কান
জনবারি সিত কায়াচারী
খয়র; মজা, কিঁউকি জান
(এপ্রিল, দু'হাজার তেরো)
ধুনকি : দুই

পাকড়া দেদার টোপ পা চালি বসতি
তম্য তত্ত্ব মদনাক্ত গম
থেরবাদী শুন্যমিথী আ সাড়ে শার্সী
ছেনাল কলমীসূতা ঊন ত্বীয় ক্ষেপ
অমিলন্ত অপর অমৃতকারীবৃত
তেহাই নিষাদযৌন আড়ি
কিঙ্কর হাঁটুর ছাল ডেটলে...
(এপ্রিল, দু'হাজার তেরো)
ধুনকি : পাঁচ

যে গান বেগানা হলে খুশ তবিয়তি
আধারে নীলচক্ষু অবতার ঠাকুদ্দা লাগে
চশমা খুললে বায়ুজল বিপরীতে জড়
ছানা কাটলে নুন নেই (ড্যাশ) !
____________________
আমাশার পেট নাকি বিস্তর ধরেনা
(এপ্রিল, দু'হাজার তেরো)
  
ফিকে
পদ্মটি গোবরে হয়
তার জন্য যত দেব অঞ্জলি থাবায়
দানিকেন বাড়ি গেছে, মাঠ জানে
বিয়ারের ক্যান, ছেঁড়া প্লাসটিক
দূরে দূরে দুটি চাট্টি বাচ্চারা লাফায়
পতঙ্গ ওড়ায়


সুষনি

তোকে মিস করছিনা, তোর পাপড়িকে
পাপড়ি তোরই, কতো অন্য কখনো
বেদাগ নয় হৃৎপদ্মে রুদ্রাক্ষ
মিহি বলবো, ঝুলন্ত সাঁকো বলবো
লম্বা লাইনের রেওয়াজ বলবো
রাঙ তাও বলবো
মুড়ির আধভর্তি টিনে হাত ঢোকালে
 
ঠাণ্ডাটে বায়ুচাপ শিরশিরা
ঝোড়ো কাকে তোর সেই ফকিরি শিল্প বলবো
কাঁটা আবার ঘুরে আসুক


চিত্রঋণ  BMayer


2 comments:

  1. প্রথম দুটো বুঝতে পারিনি । ওই শব্দসমূহের ভাণ্ডার আমার নেই , অক্ষমতা । পরেরগুলো সুপ্রিয়র উচ্চারণের মতই । ভালোলাগল অনেকদিন পর ওর কবিতা পড়ে ।

    ReplyDelete
  2. Rope-a-Dope in poetry... absolute Love!!!

    ReplyDelete