।। বাক্‌ ১১৮ ।। রিম্পা নাথ ।।




দুটি কবিতা রিম্পা নাথ


জিরাফ হওয়ার আবেদন ২


টেনে চোখ বড়ো করা জল খাওয়ার আশায়
একই ভাবে সেই আদি মধুর গন্ধ পাই

গুচ্ছ গুচ্ছ অন্ধকার শরীরে মিলিয়ে যায়
স্বপ্নে শুরু থেকে ঝি ঝি  পোকা কুরে খায়

অশরীরের ফুল। ডাল। শিরায় মাথা গুঁজে
এইভাবে রাত মিশে থাকে রোদের গভীরে

কথা আসে। বড় হয়। মুছে যায়
জিরাফকে ভালোবেসে ঐতিহাসিক হওয়ার বৃথা চেষ্টা করি।


অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন

অপ্রাসঙ্গিক বিজ্ঞাপনে কিছু জরিমানা লেখা থাকে

      কেউ বাধ্যতা শরীরে মিশিয়ে রাখে
কারোর ঘুলঘুলিতে আশ্রয় নিয়ে না বোঝার ভান 
         জরিমানা শব্দটা অদৃশ্য করে

দেওয়াল সংলগ্ন চিপকানো প্রাকৃতিক ভাবনা
     সবুজ হয়ে দানায় দানায় বিস্তার লাভ করে

              আন্তরিকতার পর্দায় ছোপ রেখে.।


                                    চিত্রঋণ  Senaka Senanayake

1 comment: