।। বাক্‌ ১১৮ ।। রঙ্গন রায় ।।







ভোরবেলার স্বপ্ন

ভোরবেলার স্বপ্ন পেঁয়াজের খোলস।
স্বপ্নের ভিতরে স্বপ্ন তার ভিতরে ...
এভাবে কেউ কেউ কানে কানে কালে কালে
বলে যেতে পারে -
'ঘুনপোকার শব্দ বদল হয়ে যায় ভাইব্রেশনে'
এত 'প্রাচীন অরণ্যের প্রবাদ' টবাদ     প্রভাত বেলা ঠিক নয়
দেখে ঘোড়ানিম গাছের তলে ঘোড়া থামালেন সওয়ার
চিলাপাতার 'ঘাইহরিণী' মৃগনাভী তার হৃদয়পুরে  পুড়ে
যৌনতাড়না তাড়িয়ে দিচ্ছে ,
না, এখন সময় দেখার সময় নেই
সকাল হয়ে যেতে পারে
সকাল বেলা তুমি বিকেল নামিয়ে আনতে পারো


চিত্রঋণ Salvador Dalí


2 comments:

  1. ফাটাফাটি, ঘুণ পোকার শব্দ বদল হল। সত্যি এখন সময়, দেখার সময় নেই। ভালো ভাই...।

    ReplyDelete